Ultorath Tarapith: উল্টোরথে বেরোলেন দেবী, জগন্নাথ রূপে বিশেষ পুজো-অর্চনার আয়োজন

তারাপীঠ মন্দিরের বৈশিষ্ট্য হল, প্রতিবছর এখানে মহাসমারোহে রথযাত্রা পালন করা হয়। তবে মা তারাকে নিয়ে মন্দির প্রদক্ষিণ করে রথ। এদিনও রথের উপরে তারামায়ের ছবি বসিয়ে পুজো করেন সেবায়েতরা। জনারণ্য শক্তিপীঠ। রথে বেরোলেন দেবী। উল্টোরথেও। বিশ্বাস, মা এদিন দেখেন তাঁর ভক্তরা সব কেমন আছে। সাধক বামাক্ষাপার সময় থেকে এখানে তারা মাকে রথে বসিয়ে জগন্নাথ রূপে বিশেষ পুজো-অর্চনার আয়োজন করা হয়। অন্য মতে, সাধক দ্বিতীয় আনন্দনাথের সময় থেকে এই বিশেষ পুজো-অর্চনা শুরু হয়। রথযাত্রা উপলক্ষ্যে এবারও অপরূপ সাজে সেজে উঠেছিলেন তারা-মা। তিনি এদিন উজাড় করে আশীর্বাদ করেন ভক্তদের।                                                   

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola