SBI Protest Rally: সমকাজে সমবেতন, কাজের নিরাপত্তা...একাধিক দাবিতে এবার পথে SBI'র চুক্তিভিত্তিক কর্মীদের সংগঠন
Continues below advertisement
স্থায়ীকরণ সহ ১৫ দফা দাবিতে এবার পথে নামল এসবিআই কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স অ্য়াসোসিয়েশন বেঙ্গল সার্কল। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করল তারা। তাদের সমর্থনে মিছিলে অংশ নিল ব্য়াঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ।
Continues below advertisement