UP News: রোগীমৃত্যুতে গাফিলতির অভিযোগ তুলে বেধড়ক মারধর, প্রতিবাদে গণ ইস্তফা ২৫০ চিকিৎসকের
ABP Ananda LIVE: উত্তরপ্রদেশের মেরঠেও আক্রান্ত জুনিয়র ডাক্তার। রোগীমৃত্যুতে গাফিলতির অভিযোগ তুলে বেধড়ক মারধর। প্রতিবাদে গণ ইস্তফা লালা লাজপত রাই মেডিক্যাল কলেজের ২৫০ চিকিৎসকের।
আরও খবর...
বুধবার বাঁশদ্রোণীতে দুর্ঘটনায় ছাত্রমৃত্যু ঘিরে পুলিশের উপর আছড়ে পড়ে জনরোষ। তার মধ্যেই তাদের উদ্ধার করতে হাজির হয় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে পরিচিত বাহিনী। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
'আশিস পাণ্ডে দুর্নীতির নায়ক। খলনায়কদের মহানায়ক করার চেষ্টার জন্যই আজ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে', আর জি কর-কাণ্ডে ধৃত আশিস পাণ্ডেকে নিয়ে বিস্ফোরক প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন।
আর জি কর মেডিক্যালের হাউসস্টাফ আশিস পাণ্ডে গ্রেফতার। জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য প্রমাণ মিলেছে, সিবিআই সূত্রে খবর।আর জি কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের দিন হোটেল বুক করেছিলেন। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন সকালে সেমিনার রুমের সামনে দেখা যায় আশিস পাণ্ডেকে।