Corona Vaccine Update: ভ্যাকসিন-হয়রানির অভিযোগ ঘিরে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে ক্ষোভ
ভ্যাকসিন-হয়রানির (Corona Vaccine) অভিযোগ ঘিরে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে (Sabang) ক্ষোভ। সবং গ্রামীণ হাসপাতালে রাত থেকে লম্বা লাইন। কেউ মশারি টাঙিয়ে হাসপাতালেই শুয়ে পড়েছেন। কেউ আবার রাত কাটিয়েছেন গাছের নীচে। টিকা পাওয়ার আশায় শিকেয় দূরত্ব বিধি। অভিযোগ, পর্যাপ্ত ভ্যাকসিন থাকা সত্ত্বেও বারবার ঘোরানো হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
এদিকে কুলটির ভ্যাকসিনেশন ক্যাম্পে টিকা-বিতর্কের জেরে আসানসোল পুরসভার বিদায়ী ডেপুটি মেয়র তবস্সুম আরার বিরুদ্ধে কুলটি থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। আসানসোল সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের তরফে গতকাল অভিযোগ জানিয়ে সঠিক তদন্তের দাবি জানানো হয়েছে। ভ্যাকসিন গ্রহীতার বাড়িতে যায় পুরসভার মেডিক্যাল টিম। পুরসভার চিকিৎসক জানিয়েছেন, নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে ওই মহিলাকে।গতকাল কুলটির ওই ভ্যাকসিনেশন ক্যাম্পে মহিলাকে টিকা দেন আসানসোল পুরসভার বিদায়ী ডেপুটি মেয়র তবস্সুম আরা। তিনি চিকিৎসক বা তাঁর নার্সিং প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও তিনি টিকা দেওয়ায় বিতর্ক দানা বাঁধে। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, নার্সের থেকে কার্যত সিরিঞ্জ কেড়ে নিয়ে তবস্সুম ভ্যাকসিন দিলেন এক মহিলাকে। যদিও ক্যামেরায় স্পষ্ট ছবি ধরা পড়লেও বিদায়ী ডেপুটি মেয়রের দাবি, তিনি নাকি শুধু সিরিঞ্জ হাতে নিয়েছিলেন, তিনি টিকা দেননি। শনিবার পশ্চিম বর্ধমানের কুলটিতে ভ্যাকসিনেশন ক্যাম্পে চূড়ান্ত অসচেতনতার ছবি উঠে আসায় শুরু হয় বিতর্ক।