Malda: হরিশ্চন্দ্রপুরে ফুলহার নদীতে ভাঙন, ভিটে হারানোর আশঙ্কায় গ্রামবাসীরা

Continues below advertisement

মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরে (Harishchandrapur) ফুলহার নদীতে ভাঙন। দৌলত নগর এলাকায় শুক্রবার থেকে নদী ভাঙন শুরু হয়েছে। পাশাপাশি, বাড়ছে নদীর জলস্তর। গত তিনদিনে নদীগর্ভে তলিয়ে গেছে প্রায় এক বিঘা কৃষি জমি। ২০০ মিটার এলাকা জুড়ে ভাঙন শুরু হয়েছে। ভিটে হারানোর আশঙ্কায় গ্রামবাসীরা। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

এদিকে মালদার রতুয়া (Ratua) ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে সভাপতির বিরুদ্ধে অনাস্থা ঘিরে প্রকাশ্যে এল তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্ব। গত তিনবছরে উন্নয়নের কাজ বন্ধ। শুধু রবার স্ট্যাম্প হয়ে বসে আছি। বিস্ফোরক দাবি করে বিডিওর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য। গোষ্ঠীকোন্দলের কথা কার্যত স্বীকার করে নিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে তারা। যদিও এনিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি (BJP)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram