Viral Sagar Food Stall : একলা হাতে লড়ছে সাগর, বড় হওয়ার আরেক স্বপ্ন কলকাতার ফুটপাথে | ABP Ananda LIVE

Continues below advertisement

Kolkata News : ব্যস্ত গড়িয়াহাট মোড় থেকে রাসবিহারী অ্যাভিনিউয়ের দিকে এগোলে ডানহাতে পড়বে বেসরকারি ফর্টিস হাসপাতাল। তার ঠিক উলটো দিকের ফুটপাথে চোখ রাখলে নজর পড়বে, ত্রিপলের ছাউনির নিচে লড়ে চলেছে বছর উনিশের এক কিশোর। একলা হাতে ভোর ভোর এসে বাজার করা,মাজা-ধোওয়া, উনুন-জ্বালা, একাধিক পদ রান্না ইত্য়াদি। ব্যস্ততা আরও বাড়ে, যখন চলে আসে খদ্দের। যত্ন করে বেড়ে তাদের পাতের কাছে ধরে দেওয়া ভাত-ডাল-মাছ-তরি-তরকারি। যে বয়সে কলেজের চৌকাঠ মাড়িয়ে উচ্চ-শিক্ষায় যাওয়ার কথা, সে বয়সে এসব কেন করছে সাগর ? ওই যে, পেট বড় বালাই। বাপ-মা হারা বোনটার স্বপ্ন যে সফল করতে হবে। তাই নিজের স্বপ্ন মাড়িয়ে অন্য আরেক স্বপ্ন সাকার করতে সাগর লড়ে চলেছে। কলকাতার ফুটপাথে। হয়তো কোনওদিন তাঁর বাবার চোখে দেখা স্বপ্ন তাঁর চোখ দিয়ে সফল হবে। তাঁর নিজের রেস্তোরাঁ হবে একটা। হয়তো তাঁর বোন পড়াশোনা শেষে নিজের পায়ে দাঁড়িয়ে দৌড়ে এসে দাঁড়াবে। বলবে, দাদা... এই দ্যাখ , আমি পেরেছি...। খদ্দেরকে খাবার দিতে দিতে, এবিপি লাইভের সঙ্গে কথা বলতে বলতে হয়তো এসব কথাই ভাবছিল সাগর। সাগর কুমার গচ্ছি। সোশাল মিডিয়া নতুন করে চিনছে যাঁকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram