Ram Mandir: বাংলা থেকে পায়ে হেটে রাম মন্দিরের পথে রাম ভক্ত বিশ্বম্ভর কলিতা | ABP Live Exclusive
Continues below advertisement
ABP Live Exclusive: আগামী ২২ জানুয়ারি অযোধ্য়ার রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। নতুন বছরেই ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দরজা। তার আগে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন রাম ভক্ত বিশ্বম্ভর কলিতা । গত ৪ ডিসেম্বর সকালে বহরমপুরের হাতিনগর এলাকা থেকে হেঁটে রওনা দেন তিনি। দীর্ঘ প্রায় ১০০০ কিলোমিটার পথ অতিক্রম করে অযোধ্যায় পৌঁছাতে তাঁর সময় লাগবে প্রায় ৩ মাস। শুক্রবার বিশ্বম্ভর বাবু পৌঁছান বীরভূমের সিউড়ি থানা এলাকায় । এই দীর্ঘ পথ অতিক্রম করতে তিনি সঙ্গে নিয়েছেন নিজের বাড়িতে প্রতিষ্ঠিত হনুমানজির মূর্তি। ছেলের এই মানসিকতাকে কুর্নিশ জানিয়ে চোখের জলে তাঁকে রওনা করান বাবা, মা, পরিবার-সহ প্রতিবেশীরা। এদিকে বিষয়টি জানতে পেরে ওইদিন সকালেই বিশ্বম্ভর বাবুর বাড়িতে পৌঁছে যান বহরমপুরের বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র।
Continues below advertisement