Vivo Moblie : x fold 5 এবং x 200 FE পুজোর প্রায় ২ মাস আগে দু'দুটি নতুন মোবাইল ফোন লঞ্চ করল ভিভো

ABP Ananda Live: x fold 5 এবং x 200 FE পুজোর প্রায় ২ মাস আগে দু'দুটি নতুন মোবাইল ফোন লঞ্চ করল ভিভো। আর এক্ষেত্রে তারা গাঁটছড়া বাঁধল খোসলা ইলেকট্রনিক্সের সঙ্গে। নিউটাউনের একটি হোটেলে বুধবার বর্নময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে মোবাইল দুটিকে সামনে আনা হয়। উপস্থিত ছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। x fold 5 মোবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য হল, এটিকে মাঝ বরাবর ফোল্ড করা যায়, ঠিক ল্যাপটপের মতো। এতে রয়েছে 50 মেগা পিক্সেলের টেলিফটো ক্যামেরা। ৬ হাজার mAh-এর ব্যাটারি ব্যাকআপ-সহ একাধিক অত্যাধুনিক ফিচার। ভিভোর অপর ফোন x 200 FE-তে রয়েছে সাড়ে ৬ হাজার mAh-এর ব্যাটারি ব্যাক আপ। ১৮৬ গ্রাম ওজনের এই ফোনেও রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার। থাকছে অ্যানড্রয়েড 15 অপারেটিং সিস্টেম। যাঁরা প্রি-বুক করেছিলেন, এদিন তাঁদের হাতে ভিভো-র নতুন এই ফোন দুটি তুলে দেওয়া হয়। 

 

'১৫ অগাস্ট পর্যন্ত দেখব', আলাদা দল তৈরির হুঁশিয়ারি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের

 '১৫-ই অগাস্ট পর্যন্ত দেখব।' তৃণমূলের দিকে আলাদা দল তৈরির হুঁশিয়ারি ছুড়ে দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। পাল্টা জয়প্রকাশ মজুমদার বলছেন, 'আগে পদত্যাগ করুন। দল এইসব ডেডলাইনের পরোয়া করে না।' এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।কংগ্রেস, তৃণমূল, বিজেপি, নির্দলের পর, এবার কি নিজের দল ? ২০২৬-এর বিধানসভা ভোটে একেবারে অন্য় রঙে দেখা যাবে তাঁকে ? বিধানসভা ভোটের কয়েকমাস আগে দল ছাড়ার হুঁশিয়ারি শোনা গেল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের গলায়। তাহলে কি বিধানসভা ভোটের আগে তৃণমূলে ভাঙন ধরবে ? দল ছাড়বেন মুর্শিদাবাদে তৃণমূলের অন্য়তম হেভিওয়েট সংখ্য়ালঘু মুখ ? হুমায়ুন কবীর বলছেন, "১৫ অগাস্ট অবধি দেখব, যে, এই জেলার নেতাদের কোনও সংশোধন বা পরিবর্তন কিছু হচ্ছে কি না। তারপরে একটাই অপশন আছে, মুর্শিদাবাদের সংখ্য়াগরিষ্ঠ যাঁরা মুসলিম জনতা, এমনকী কিছু হিন্দু ব্য়ক্তিও রয়েছেন, যাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, তাঁরা বলছেন যে, তাঁরা প্রস্তাব আকারে দিচ্ছেন বারবার। আপনি নিজে একটা কোনও রাস্তা বের করুন। শুধু হুমায়ুন কবীর কেন ? অনেক হুমায়ুন কবীর থাকবে।" 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola