Heavy Rain Effect: প্রবল বৃষ্টিতে বিপদ সীমার উপরে ঝুমি নদীর জল, ঘাটালে প্লাবনের আশঙ্কা

Continues below advertisement

প্রবল বৃষ্টির ফলে বিপদ সীমার উপর দিয়ে বইছে ঝুমি নদীর জল। জলের তলায় ঘাটালের একাংশ। বৃষ্টি চললে কয়েকটি গ্রাম প্লাবিত হতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। অন্যদিকে আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন অংশে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।  বৃহস্পতিবার দুপুরে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।  আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের পরিস্থিতি রয়েছে। মেঘলা আবহাওয়ায় যোগ হচ্ছে প্রচুর জলীয় বাষ্প। এর জেরেই এমন ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram