WB Assembly News:'বিলে আলোচনায় অংশ নেওয়া সব BJP বিধায়কের বক্তব্যের সবটাই বাদ,' জানালেন অধ্যক্ষ
ABP Ananda LIVE : বিধানসভায় নজিরবিহীন রুলিং অধ্যক্ষের । মন্ত্রীর জবাবি ভাষণ না শোনায় কার্যবিবরণী থেকে বাদ বিধায়কের সমস্ত বিধায়কের বক্তব্য। 'বিলে আলোচনায় অংশ নেওয়া সব BJP বিধায়কের বক্তব্যের সবটাই বাদ,' জানালেন অধ্যক্ষ।মন্ত্রীর জবাবি ভাষণ না শোনায় কার্যবিবরণী থেকে বাদ বিজেপির সব বিধায়কদের বক্তব্য। বিধানসভায় ২ দিন ধরে চলছে সেলস্ ট্যাক্সের বিলের ওপর আলোচনা। গতকাল শঙ্কর ঘো, দাবি করেন,বিরোধীদের আরও সময় দেওয়া উচিত। শঙ্কর ঘোষ জানিয়ে দেন,তারা মন্ত্রীর বক্তব্য শুনবেন না। যখন চন্দ্রিমা ভট্টাচার্য় ভাষণ দিতে ওঠেন, তখন বিজেপি বিধায়কেরা বেরিয়ে যান। শঙ্কর ঘো, জানিয়ে দেন, তাঁরা মন্ত্রীর বক্তব্য শুনবেন না। আজ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের জবাবি ভাষণ দিতে ওঠামাত্র বিজেপি বিধায়করা বেরিয়ে যান। চন্দ্রিমা ভট্টাচার্য জানান, এটা অত্যন্ত অপমানজনক, এর একটা বিহিত হওয়া দরকার।