WB By Election: আজই বিধায়ক পদে দুপুর ২ নাগাদ শপথ নেবেন সায়ন্তিকা, রেয়াত হোসেন | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: আজই বিধায়ক পদে শপথ নিচ্ছেন সায়ন্তিকা, রেয়াত হোসেন সরকার। দুপুর ২ নাগাদ ২ জয়ী প্রার্থীর শপথগ্রহণ। বিধানসভায় বিএ কমিটির বৈঠকে সায়ন্তিকাদের শপথের সিদ্ধান্ত। বিধানসভায় আজ বসছে বিশেষ অধিবেশন। বরানগর ও ভগবানগোলা উপনির্বাচনে জেতার পরেও শপথ ঘিরে দেখা দিয়েছিল জটিলতা। শপথগ্রহণ করতে চেয়ে লাগাতার ধর্না দিয়েছেন সায়ন্তিকা ও রেয়াত হোসেন সরকার।
রাজভবনে শপথ বাক্য পাঠ করাতে অনড় ছিলেন রাজ্যপাল। অন্যদিকে বিধানসভায় শপথ নিতে চেয়ে রাজ্যপালকে(Cv ananda bose) চিঠি দিয়েছিলেন সায়ন্তিকারা(sayantika banerjee)।

একলাফে অনেকটাই দাম বাড়ল জিও, এয়ারটেল, ভোডাফোনের রিচার্জ প্ল্যানের। প্রিপেড থেকে পোস্ট পেড আরও দামি সব প্ল্যানই। সাধারণ মানুষের যখন মাথায় হাত তখন শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বাজার থেকে হেঁশেল নিত্য় প্রয়োজনীয় সামগ্রী থেকে রান্নার গ্য়াস...পেট্রোল-ডিজেল, দামের ছ্য়াঁকায় সাধারণ মানুষ আগে থেকেই জর্জর্রিত ,আয় এক, ব্য়ায় বেড়েই চলেছে... এই আবহে, এবার 'কথা'ও দামী। একলাফে অনেকটাই দাম বাড়ল জিও, এয়ারটেল, ভোডাফোনের রিচার্জ প্ল্যানের। এক কথায় এবার মোবাইল রিচার্জ করতে বেশি টাকা দিতে হবে। পোস্ট পেড-প্রি পেড সব। জিওর তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ন্যূনতম ২৮ দিনের রিচার্জ প্ল্য়ানের খরচ ১৫৫ টাকা থেকে বেড়ে হল ১৭৯ টাকা। ৪৭৯ টাকার ৫৬ দিনের প্ল্যান কিনতে হবে ৫৭৯ টাকায়। ৮৪ দিনের ৩৯৫ টাকার প্ল্য়ানের খরচ এবার ৪৭৯ টাকা। বার্ষিক প্ল্য়ান ২৯৯৯ থেকে একলাফে বেড়ে হচ্ছে ৩৫৯৯ টাকা। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, মাশুল বাড়িয়েছে এয়ারটেলও। সূত্রের খবর, এয়ারটেলের গ্রাহকদের খরচ বাড়ল ১০-২১%। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, ভোডাফোনের ২৮ দিনের ন্যূনতম রিচার্জ প্ল্যান যা এতদিন ছিল ১৭৯ টাকা। এবার থেকে সেই প্ল্য়ানের জন্যই গুণতে হবে ১৯৯ টাকা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram