WB By Election 2024: সিতাইয়ে বিজেপি প্রার্থীর পোলিং এজেন্ট বসতে না দেওয়ার হুঁশিয়ারি তৃণমূল সাংসদের
ABP Ananda Live: রাজ্যে উপনির্বাচনের ডঙ্কা বাজতেই শুরু হুমকি-হুঁশিয়ারির রাজনীতি। সিতাই বিধানসভার বিজেপি প্রার্থীর পোলিং এজেন্ট যাতে বুথে বসতে না পারে সেই ব্যবস্থা করার জন্য তৃণমূল কর্মীদের লক্ষ্য বেঁধে দিলেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়া। পাশাপাশি বিজেপি প্রার্থীকে রেকর্ড ভোটে হারানোর চ্যালেঞ্জও ছুড়ে দিলেন তিনি। গতকাল বিকেলে, সিতাইয়ে তৃণমূলের কর্মিসভা থেকে কোচবিহারের তৃণমূল সাংসদ বলেন, এত ভোটে বিজেপি প্রার্থীকে হারাতে হবে যাতে ভবিষ্যতে তিনি আর নির্বাচনী লড়াইয়ে নামার কথা না ভাবেন। সিতাই বিধানসভার বিজেপি প্রার্থী দীপককুমার রায়ের বিপরীতে তৃণমূলের হয়ে লড়াই করবেন জগদীশ বর্মা বাসুনিয়ার স্ত্রী সঙ্গীতা রায়। আগামী ১৩ নভেম্বর সিতাইয়ের পাশাপাশি উপনির্বাচন হবে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, বাঁকুড়ার তালড্যাংরা, আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা কেন্দ্রে । ২৩ নভেম্বর হবে ভোট গণনা। ২০২১ এর বিধানসভা নির্বাচনে মাদারিহাট ছাড়া, বাকি ৫টি আসনই ছিল তৃণমূলের দখলে।