WB By Poll 2024: 'পশ্চিমবঙ্গের উপনির্বাচনের ফলাফল আগে থেকেই জানা যায়', কেন এমন বললেন দিলীপ ঘোষ?

Continues below advertisement

BJP News: বাংলার ৬ উপনির্বাচনে সবুজ ঝড়, ফের বিজেপির ভরাডুবি। মেদিনীপুর বিধানসভাও হাতছাড়া।  মেদিনীপুরে ৩৩ হাজার ১৯০ ভোটে জয়ী তৃণমূল। উপনির্বাচনে জয়ী হলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা।  কোচবিহারে সিতাই বিধানসভায় ১ লক্ষ ৩০ হাজার ১৫৬ ভোটে জিতল তৃণমূল। সেখানে প্রার্থী ছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার স্ত্রী সঙ্গীতা রায়। বিপুল ভোটে জয়ী হাড়োয়ার তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম। হাড়োয়ায় ১ লক্ষ ৩১ হাজার ৩৮৮ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস।এদিন সকাল থেকেই হাড়োয়া কেন্দ্রে ক্রমশ পাল্লা ভারী হতে দেখা গিয়েছিল শাসকদলের। নৈহাটির পর এবার মাদারিহাট।  মাদারিহাটে ৩০ হাজার ৩০৯ ভোটে জয়ী তৃণমূল। শনিবার গণনাপর্বের শুরুতেই তৃণমূলের জয়ের ইঙ্গিত মেলে মাদারিহাটে।

 

আরও একটা ভোটে বঙ্গ বিজেপি ধরাশায়ী। উপনির্বাচনে এমনই হয়, ছাব্বিশের হুঙ্কার দিয়ে সাফাই সুকান্তর। হাতে এক বছর, আন্দোলনমুখী সংগঠন চান শুভেন্দু। হাড়োয়া থেকে সিতাই--তৃণমূলের কাছে বিজেপিরও জামানত জব্দ। ৬ কেন্দ্রেই জামানত বাজেয়াপ্ত বাম-কংগ্রেসের। মানুষ এদের বিশ্বাসই করে না, কটাক্ষ ফিরহাদের। মহারাষ্ট্রে ফের বিজেপি জোটের কাছে কার্যত ধুয়েমুছে সাফ বিরোধীরা। ইন্ডিয়া জোটের মুখরক্ষা ঝাড়খণ্ডে। জেল ফেরত হেমন্তেই আস্থা ভোটারদের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram