WB By-Poll: 'BSF অফিসারের সঙ্গে সাক্ষাৎ মানে বিধিভঙ্গ', তৃণমূলের নিশানায় দিলীপরা | Bangla News
আগামীকাল দিনহাটা-সহ রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন। তার আগে বুধবার কোচবিহারের বিএসএফ (BSF) অফিসারের সঙ্গে দেখা করে নির্বাচনে বিধিভঙ্গ করেছেন দিলীপ ঘোষেরা। জেলাশাসকের কাছে অভিযোগ জানাল তৃণমূল। অবস্থানে অনড় বিজেপি (BJP)।
ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব বামেরা। দিনহাটায় নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে দেখা করে নালিশ বামেদের। ভয় পেয়ে মিথ্যে অভিযোগ বামেদের, পাল্টা দাবি রাজ্যের শাসকদলের।
বহরমপুরে জলাভূমি ভরাটের প্রতিবাদে বিশিষ্টদের অনশন ও অবস্থান কর্মসূচি বানচাল করল পুলিশ। ঘণ্টাচারেক আটক রাখা হয় ২৬জন আন্দোলনকারীকে। পুলিশের বিরুদ্ধে অনশনমঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ। প্রতিবাদে পথে নামেন আন্দোলনকারীরা।
মুর্শিদাবাদে জলাভূমি ভরাটের অভিযোগ নিয়ে তুঙ্গে কংগ্রেস-তৃণমূল তরজা। জলাভূমি ভরাটের সঙ্গে পুরসভা প্রশাসনের যোগসাজশের অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। বাম জমানা থেকেই জলাভূমি ভরাট চলছে, দাবি তৃণমূলের।
উত্তর দিনাজপুর জেলাজুড়ে জ্বরের প্রকোপ। কয়েকজন আক্রান্ত ডেঙ্গিতে। বাকিদের জ্বরের কারণ জানা যায়নি। গত ৬ দিনে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে প্রায় ৫০ জন জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। বিশেষ মেডিক্যাল টিম গড়ে শুরু চিকিৎসা।