WB Corona: বাড়ছে আক্রান্তের সংখ্যা, কোন দুটি পুর এলাকাকে পিঙ্ক জোন ঘোষণা করল রাজ্য সরকার? bangla News
Continues below advertisement
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দুটি পুরসভা এলাকায়। দুটি পুর এলাকাকে পিঙ্ক জোন ঘোষণা করল রাজ্য সরকার। এগুলি হল রাজারহাট-নিউটাউন ও বিধাননগর পুরসভা। এক সপ্তাহে ১০ ও তার বেশি করোনা আক্রান্ত হলে, সেই এলাকাকে পিঙ্ক জোন ঘোষণা করা হয়। গত এক সপ্তাহে বিধাননগরে ২১ ও রাজারহাট-নিউটাউনে ১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। পিঙ্ক জোনে রয়েছে কলকাতা পুরসভার ১৪৪ নম্বর ওয়ার্ডও। সপ্তাহে দু’য়ের বেশি করোনা আক্রান্ত হলে, সেই এলাকাকে ব্ল্যাক জোন ঘোষণা করা হয়। ব্ল্যাক জোনে রয়েছে কলকাতা পুরসভার ১৬টি ওয়ার্ড। এছাড়াও, ব্ল্যাক জোনে রয়েছে রাজপুর-সোনারপুর, পানিহাটি, উত্তর ও দক্ষিণ দমদম, খড়গপুর ও বাঁকুড়া পুরসভা। এই এলাকাগুলিকে চিহ্নিত করে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
Continues below advertisement
Tags :
Coronavirus Covid-19 ABP Ananda Bengali News ABP Ananda Digital Ajker Bangla Khabar Bengali News Bengali News Live Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Corona Update Corona Update In Bengal COVID Update Ananda Live State Corona Update এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ ভারতে করোনা আপডেট Pink Zone