WB Corona: ৩২ শতাংশ পজিটিভিটি রেট নিয়ে দেশে শীর্ষে বাংলা, 'আগামীদিনে জেলায় সংক্রমণ বাড়ার সম্ভাবনা', মত দীপ্তেন্দ্র সরকারের | Bangla News

Continues below advertisement

বাংলার করোনা (Corona) পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। 'পজিটিভিটি রেটে দেশের মধ্যে শীর্ষে বাংলা। ৩২ শতাংশ পজিটিভিটি রেট নিয়ে দেশে শীর্ষে বাংলা। অ্যাক্টিভ কেসে দেশে দ্বিতীয় স্থানে বাংলা। জেলাভিত্তিক পজিটিভিটি রেটে ২ নম্বরে কলকাতা (Kolkata)। কলকাতায় সপ্তাহে ৬০ শতাংশের বেশি পজিটিভিটি। কলকাতায় এক সপ্তাহেই ৬৩ হাজারের বেশি করোনা আক্রান্ত', বাংলার করোনা পরিস্থিতি নিয়ে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গতকাল রাজ্যে দৈনিক সংক্রমণ ছিল ২১ হাজারের বেশি, ১৯জনের মৃত্যু। কলকাতায় একদিনে সংক্রমিত হয়েছিলেন ৬৫৬৫, ৬ জনের মৃত্যু। করোনার এই ভয়াবহ পরিস্থিতি প্রসঙ্গে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার (Dr. Diptendra Sarkar) বলেন, "৩২ শতাংশ পজিটিভিটি রেটটি মারাত্মক বেশি। বিরাট সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন, তা সত্যিই খারাপ। তবে কলকাতায় যেখানে দৈনিক সংখ্যা ৮ হাজারের কাছাকাছি ছিল, তা গতকাল সাড়ে ৬ হাজারের কাছে নেমেছে। অর্থাৎ প্রায় দেড় হাজারের মতো দৈনিক সংক্রমণ কমেছে। তবে আগামী কয়েকদিন জেলায় জেলায় সংক্রমণ বাড়ার সম্ভাবনা রয়েছে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram