WB Corona: 'যত উৎসব হবে, তত সংক্রমণ বাড়বে', বাংলার সংক্রমণ নিয়ে কেন্দ্রের রিপোর্টে প্রসঙ্গে উদ্বিগ্ন কাজলকৃষ্ণ বণিক | Bangla News

Continues below advertisement

বাংলার করোনা (Corona) পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। 'পজিটিভিটি রেটে দেশের মধ্যে শীর্ষে বাংলা। ৩২ শতাংশ পজিটিভিটি রেট নিয়ে দেশে শীর্ষে বাংলা। অ্যাক্টিভ কেসে দেশে দ্বিতীয় স্থানে বাংলা। জেলাভিত্তিক পজিটিভিটি রেটে ২ নম্বরে কলকাতা (Kolkata)। কলকাতায় সপ্তাহে ৬০ শতাংশের বেশি পজিটিভিটি। কলকাতায় এক সপ্তাহেই ৬৩ হাজারের বেশি করোনা আক্রান্ত', বাংলার করোনা পরিস্থিতি নিয়ে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। রাজ্যের এই ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ে চিকিৎসক কাজলকৃষ্ণ বণিক (Dr. Kajal Krishna Banik) বলেন, "সংক্রমণ বাড়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হচ্ছে। এখন যত উৎসব হবে, তত সংক্রমণ বাড়ছে। তবে এখনও সময় আছে। নিজেদের সতর্কতা নিজেরা মেনে চলি, তবে সংক্রমণকে প্রতিরোধ করা যাবে। তবে সবটাই নির্ভর করছে মানুষ কতটা এটি বিশ্বাস করে সাহায্য সহযোগিতা করবেন তার ওপরে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram