Fake Voter: বাংলায় ভূতুড়ে ভোটার ইস্যু এবার রাজধানীতে! নির্বাচন কমিশনে গেল BJP, তারপরেই TMC

ABP Ananda Live: ভুয়ো ভোটার ইস্য়ুতে একই দিনে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল ও বিজেপি। দুপক্ষই, নির্বাচন কমিশনের দফতরে গিয়ে, একে অপরের বিরুদ্ধে ভোটার লিস্টে, ভুয়ো ভোটার ঢোকানোর অভিযোগ তুলেছে। বিজেপির অভিযোগ, এই বেআইনি প্রক্রিয়ার নেপথ্য়ে রয়েছে তৃণমূল। ভূতুড়ে ভোটার অভিযোগে ১৩ লক্ষ ৩ হাজার ৬৫ জনের তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে বিজেপি। অন্য়দিকে, তৃণমূলের অভিযোগ, যে জায়গায় বিজেপির MLA, MP রয়েছেন, সেসব জায়গাতেই, তালিকায় ভূতুড়ে ভোটারের নাম! তাঁদের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের উত্তর সন্তোষজনক নয় বলেও দাবি করেছে তৃণমূল।

 

গুলিবৃষ্টিতেই লাইনচ্যুত ট্রেন, বালুচিস্তানে মহিলা-শিশুদের ছেড়ে দিল জঙ্গিরা, এখনও পণবন্দি ১৮২

লাগাতার অশান্তির মধ্যেই পাকিস্তানে বিচ্ছিন্নতাকামীদের হাতে ছিনতাই হল আস্ত ট্রেন। ৫০০ যাত্রী সমেত ট্রেনটিকে হাইজ্যাক করা হয়, পণবন্দি করা হয়েছে ১৮২ জনকে। দুপুরে এই ঘটনা ঘটলেও, এখনও পর্যন্ত ট্রেনের যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়নি। বরং পাক সেনার ২০ জন সৈনিক মারা গিয়েছেন বলে খবর। উড়ন্ত ড্রোনকেও গুলি করে নামানো হয়েছে বলে জানা যাচ্ছে। পণবন্দি যাত্রীদের কী হবে, তা নিয়ে আতঙ্ক নেমে এসেছে। পাকিস্তান সরকার যদিও বিশদ তথ্য খোলসা করেনি এখনও পর্যন্ত। (Balochistan Train Hijack)

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola