Fake Voters: ভুয়ো ভোটার ইস্য়ুতে সরগরম দিল্লি, রাজ্য়সভা থেকে ওয়াক আউট করল তৃণমূল ও BJP
ABP Ananda Live: ভুয়ো ভোটার ইস্য়ুতে সরগরম দিল্লি। গতকাল সংসদে এ নিয়ে তৃণমূলের পাশে দাঁড়িয়েছিল কংগ্রেস। ভুয়ো ভোটার ইস্য়ুতে আলোচনার দাবি খারিজ হতেই রাজ্য়সভা থেকে ওয়াক আউট করল তৃণমূল ও BJD. অবিজেপি রাজ্য়গুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য় ভোটিং ব্য়বস্থাটাকে নিয়ন্ত্রণে আনতে চাইছে বিজেপি, অভিযোগ করছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। এটা স্পষ্ট যে কেন্দ্র কিছু লুকোতে চাইছে, অভিযোগ, বিজু জনতা দলের সাংসদ সস্মিত পাত্রর। পাল্টা কটাক্ষ করে শমীক ভট্টাচার্য বলছেন, যে তৃণমূলকে ছোঁবে, সেই শেষ। দিল্লি বিধানসভা ভোটের ফলের প্রসঙ্গেও টেনেছেন তিনি।
গুলিবৃষ্টিতেই লাইনচ্যুত ট্রেন, বালুচিস্তানে মহিলা-শিশুদের ছেড়ে দিল জঙ্গিরা, এখনও পণবন্দি ১৮২
লাগাতার অশান্তির মধ্যেই পাকিস্তানে বিচ্ছিন্নতাকামীদের হাতে ছিনতাই হল আস্ত ট্রেন। ৫০০ যাত্রী সমেত ট্রেনটিকে হাইজ্যাক করা হয়, পণবন্দি করা হয়েছে ১৮২ জনকে। দুপুরে এই ঘটনা ঘটলেও, এখনও পর্যন্ত ট্রেনের যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়নি। বরং পাক সেনার ২০ জন সৈনিক মারা গিয়েছেন বলে খবর। উড়ন্ত ড্রোনকেও গুলি করে নামানো হয়েছে বলে জানা যাচ্ছে। পণবন্দি যাত্রীদের কী হবে, তা নিয়ে আতঙ্ক নেমে এসেছে। পাকিস্তান সরকার যদিও বিশদ তথ্য খোলসা করেনি এখনও পর্যন্ত। (Balochistan Train Hijack)