Hooghly News: বানভাসি বেশকিছু জেলা, খানাকুলে জলের তোড়ে ভেসে গেল বাড়ি। ABP Ananda Live

WB Flood: জলের তোড়ে ভেসে গেল আস্ত পাকা বাড়ি। বাড়ি ভেঙে ভেসে যাওয়ার ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল ভিডিওতে দেখা গেছে খানাকুলের কিশোরপুর এলাকার ছবি। বন্যা পরিস্থিতিতে একাধিক বাড়ির পাশ দিয়ে বইছে জলের স্রোত। জল-ভোগান্তির মধ্যেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালে চরমে উঠেছে পানীয় জলের সঙ্কট। নৌকা বা ডিঙি চড়ে অনেক দূর থেকে পানীয় জল নিয়ে আসতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বিগত কয়েকদিন ধরে ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। একাধিক এলাকার বাসিন্দাদের পাকা বাড়ির একতলা এখনও জলের তলায়। ছাদের উপর ত্রিপল টাঙিয়ে কোনও রকমে বসবাস করছেন তাঁরা। জলে ডুবে থাকা রাজ্য সড়কের উপর দিয়েই প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছেন মানুষজন। ভাগীরথীর জলস্তর আরও বেড়ে যাওয়ায় আশঙ্কায় ফেরিঘাট বন্ধের সিদ্ধান্ত কাটোয়ায়। তাই যাত্রী নিরাপত্তায় বন্ধ কাটোয়ার সমস্ত ফেরিঘাট। গতকাল রাত ১১ টা থেকে বন্ধ রয়েছে ঘাটগুলি।যাত্রী নিরাপত্তার জন্য প্রশাসনের নির্দেশে কাটোয়া, দাইহাটের সমস্ত ফেরিঘাট বন্ধ রেখেছে ঘাট কর্তপক্ষ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola