DA Issue: রাজ্যপাল আশ্বাস দিয়েছেন, তাও ডিএ সমাধান অধরা

Continues below advertisement

রাজ্যপাল আশ্বাস দিয়েছেন। জানিয়েছেন তিনি তাঁর সাধ্যমতো সাহায্য করবেন। তবু সরকার সংবেদনশীল না হলে এই অনশন-আন্দোলন চলবে। রাজভবন থেকে বেরিয়ে এমনটাই বললেন সংগ্রামী যৌথ মঞ্চের ৫ প্রতিনিধি দল। DA-আন্দোলনের জট কাটাতে আসরে নেমেছেন রাজ্যপাল। রাজ্যপালের ডাকে আজ রাজভবনে যায় সংগ্রামী যৌথ মঞ্চের ৫ প্রতিনিধি দল। ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন এবং দাবি মেনে নেওয়ার পরই অনশন প্রত্যাহার করবেন বলে স্পষ্ট করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।

 

তিনতলা বাড়ি থেকে আঠেরোশো স্কোয়ার ফুটের ফ্ল্য়াট। গেস্ট হাউস , রিসর্ট থেকে ধাবা। হুগলিজুড়ে (Hoogly) ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের (Shantanu Banerjee)বিপুল সম্পত্তি! তাঁর গ্রেফতারির পর সেই সম্পত্তির হদিশ পেয়েছে এবিপি আনন্দ (ABP Ananda)! এত সম্পত্তি কেনার টাকা কোথা থেকে পেলেন শান্তনু? তা খতিয়ে দেখছে ইডি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram