WB Municipal Election 2022 : কাঁথি থেকে উত্তর দমদম, ফেলে মারা হল সাংবাদিক ও চিত্র সাংবাদিককে| Bangla News
পুরভোটে খবর সংগ্রহ করতে গিয়ে দিকে দিকে আক্রান্ত এবিপি আনন্দ। কাঁথি থেকে উত্তর দমদম, ফেলে মারা হল সাংবাদিক ও চিত্র সাংবাদিককে। ভাঙা হল ক্যামেরা। উত্তর দমদম পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে খবর সংগ্রহ করতে যান এবিপি আনন্দের সাংবাদিক সুকান্ত মুখোপাধ্যায় ও চিত্র সাংবাদিক শ্যামল জানা। মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে সুকান্ত মুখোপাধ্যায়ের। বেধড়ক মারধর করা হয়েছে চিত্র সাংবাদিক শ্যামল জানাকেও। দুষ্কৃতীদের চড়াও হওয়ার ছবি ধরা পড়ে ক্যামেরায়। উদয়পুরের আলিপুর খেলার মাঠ এলাকায় সিপিএম প্রার্থীকে মারধরের অভিযোগ পেয়ে খবর সংগ্রহ করতে যান সুকান্ত। অভিযোগ, সেখানে বহিরাগতরা জড়ো হয়েছিল। ভোটারদের বাধা দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করে সিপিএম। ৩১ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী শিবশঙ্কর ঘোষ, ভোটারদের নিয়ে বুথের দিকে যাচ্ছিলেন। সেখানে ছিলেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় ও চিত্র সাংবাদিক শ্যামল জানা। দেখা যায়, গলির উল্টোদিক থেকে ২০-২৫ জন যুবক আসছে। সেই ছবি ধরা পড়ে এবিপি আনন্দর ক্যামেরায়। সিপিএম প্রার্থী অভিযোগ করেন, এঁরা সকলেই বহিরাগত এবং এঁরাই ভোট দিতে বাধা দিয়েছেন। অভিযুক্তদের পরিচয় জানতে গেলে, সুকান্তর উপর চড়াও হয় দুষ্কৃতীরা। ক্যামেরা ভাঙচুর করা হয়। বেধড়ক মারধর করা হয়, এবিপি আনন্দর সাংবাদিক ও চিত্র সাংবাদিককে। ক্যামেরা ভেঙে ফেলে দেওয়া হয় ড্রেনে। জঙ্গলে ফেলে দেওয়া হয় বুম। দুষ্কৃতীদের কাউকেই এখনও ধরা হয়নি। গুরুতর জখম অবস্থায় সুকান্ত মুখোপাধ্যায় ও শ্যামল জানাকে বেলঘরিয়ার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।