WB News : 'বাংলাতেও বাইরের রাজ্যের লোকেরা কাজ করে...,' ভিন রাজ্যে পরিযায়ী হেনস্থা নিয়ে ফের সরব মমতা

ABP Ananda LIVE : বাংলাতেও বাইরের রাজ্যের লোকেরা কাজ করে, ফের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগে ফের সরব মুখ্যমন্ত্রী ।ভিন রাজ্যে পরিযায়ীদের নির্যাতনের প্রতিবাদ।  কেন বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর ভিনরাজ্যে অত্যাচার? বর্ধমানের সভা থেকে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। 

আরও খবর...

৭২ হাজারের বেশি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। বর্ধমানে সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস এবং পরিষেবা প্রদান অনুষ্ঠানে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে জেলার জন্য আরও একাধিক প্রকল্পের কথা জানান। 

এদিন বর্ধমানের প্রশাসনিক সভায় একগুচ্ছ প্রকল্পের কথা বলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোাপাধ্যায় বলেন, "৫ হাজার ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে। ২৫০০-এর বেশি মানুষকে বাংলার বাড়ি প্রকল্পে সাহায্য। প্রবল বৃষ্টিপাত, DVC, পাঞ্চেত, মাইথনের ছাড়া জলে বিভিন্ন জেলা ভাসছে। মেমারি, গুসকরার বিভিন্ন স্কুলে সায়েন্স ল্যাব, লাইব্রেরি তৈরি হয়েছে। পূর্ব বর্ধমান জেলার ৫৪ টি স্কুলে স্মার্ট ক্লাসরুম হয়েছে। ১৫ টি আদিবাসী কমিউনিটি সেন্টার তৈরি করা হয়েছে। বর্ধমানের বিভিন্ন জায়গায় ৪৯ টি বাসস্ট্যান্ড তৈরি হয়েছে। কৃষি ও শিল্পকে মেলাতে চেয়েছিলাম। কৃষি সেতু আছে, শিল্প সেতুও তৈরি হচ্ছে ৩৪৭ কোটি ১১ লক্ষ টাকায়। রানিগঞ্জ, আসানসোলে পৌরনিগমের প্রশাসনিক ভবন নির্মাণ। কাঁকসা, সালানপুরে রাস্তা নির্মাণের জন্য প্রায় ৯ কোটি টাকা দেওয়া হয়েছে। তিনটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি হচ্ছে। দুর্গাপুরে কমিউনিটি সেন্টার তৈরি করা হচ্ছে। বহু রাস্তা নির্মাণ ও স্বাস্থ্য প্রকল্পের কাজে শিলান্যাস হয়েছে।''

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola