TMC : কলকাতা পুরসভা ভোটে ২০১৮-র ভোটের প্রায় পুনরাবৃত্তি হয়েছে, দেবাংশুর পোস্ট নিয়ে কটাক্ষ রাহুল সিনহার। Bangla News
‘আরেকবার ২০১৮ হলে আরেকটা ২০১৯ কিন্তু সময়ের অপেক্ষা। আরেকটা ২০১৮ হলে কিন্তু বারবার সবটা ২০২১-এর মতো হবে না। আর হাতজোড় করে বাড়ি বাড়ি ঘুরলেও কিন্তু মানুষ ক্ষমা করবেন না’, পুরভোটের (Municipal Election) মুখে বিস্ফোরক পোস্ট অভিষেক-ঘনিষ্ঠ (Abhishek Banerjee) দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya)।
২০১৮ সালে পঞ্চায়েত ভোটে ব্যাপক অশান্তি, ভোট লুঠের অভিযোগ ওঠে। ২০১৯-এ লোকসভা ভোটে এ রাজ্যে ১৮টি আসনে জয়ী হয় বিজেপি (BJP)। ২০১৮, ২০১৯-এর ভোটকে মনে করিয়ে বিস্ফোরক পোস্ট দেবাংশুর।
‘ব্যক্তিগত স্বার্থে কিছু মানুষ ভোটে অশান্তি করেন। তাই লোকাল বডির ভোটগুলোতে অশান্তি বেশি হয়। পুলিশকে ১০০ শতাংশ ফ্রি হ্যান্ড দিতে হবে। প্রয়োজনে বিধানসভার দ্বিগুণ সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক। কিছু স্বার্থান্বেষীর জন্য দলের মুখে কালি লাগতে দেবেন না। একজন কর্মী হিসেবে অনুরোধ রইল’, ফেসবুকে বিস্ফোরক যুব তৃণমূলের (TMC) সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য।
এ প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, '২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে বহু তৃণমূল নেতাদের আমরা প্রকাশ্যে জনগনের কাছে ক্ষমা চাইতে দেখেছি। সেই ক্ষমা চাওয়ার পরে আবার সেই ২০১৮ এর প্রায় পুনরাবৃত্তি আমরা এবার পরিষ্কারভাবে দেখতে পেলাম এখানে কলকাতা কর্পোরেশনে।'