WB School Reopening: বুধবার থেকে রাজ্যে খুলছে প্রাথমিক-উচ্চ প্রাথমিক স্কুল, SOP ঠিক করতে বৈঠকে স্কুল শিক্ষা দফতর | Bangla News
Continues below advertisement
বুধবার থেকে রাজ্যে খুলছে প্রাথমিক (Primary School), উচ্চ প্রাথমিক স্কুল। ২ বছর পরে সপ্তম শ্রেণি পর্যন্ত রাজ্যে খুলছে স্কুল। নবান্নের (Nabanna) নির্দেশের পরই স্কুল শিক্ষা দফতর একটি বৈঠকে বসেছে। নবান্নের এই সিদ্ধান্তের পর এসওপি তৈরিতে এই বৈঠক। দুই বছর পর শুরু হচ্ছে ক্লাস। কী পদ্ধতিতে ক্লাস হবে, তা নিয়ে এসওপি তৈরি করা হবে। ৭ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হয়েছে পাড়ায় শিক্ষালয়। সেই প্রক্রিয়া শেষ করে ফের স্কুলে ফিরবে পড়ুয়ারা।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Nabanna Corona ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News এবিপি আনন্দ Mamata Banerjee Education Department এবিপি আনন্দ WB School Reopening WB Primary School Reopening WB Upper Primary School Reopening School Opening In Bengal