Deganga TMC News: দেগঙ্গায় পোশাক তৈরির কারখানায় তৃণমূলের নাম করে 'চাঁদার জুলুম'

ABP Ananda Live: দেগঙ্গায় পোশাক তৈরির কারখানায় তৃণমূলের নাম করে চাঁদা চাওয়ার অভিযোগ। দাবি না মানায় লুঠপাঠ, মারধরের অভিযোগ। কারখানা অন্যত্র নিয়ে যাওয়ার ভাবনা মালিকের। 

 

রামনবমীর এখনও এক সপ্তাহ বাকি, তার আগে চড়তে শুরু করেছে রাজনৈতিক চাপানউতোর

রামনবমীর এখনও এক সপ্তাহ বাকি। তার আগে চড়তে শুরু করেছে রাজনৈতিক চাপানউতোর। কেউ বলছেন, বাধা পেলে প্রতিরোধ এমনকী প্রতিশোধ হবে। কেউ বলছেন আস্ত্র মিছিলের কথা। বিজেপির রাজ্য সভাপতির দাবি, বাংলায় হিনদুদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আবার তৃণমূলের বিধায়ক সওকত মোল্লা বলছেন, বিজেপি পরিকল্পিতভাবে অশান্তি পাকানোর চেষ্টা করছে। কুণাল ঘোষ বলছেন, ধর্মকে পলিটিক্যাল ইভেন্টে পরিনত করতে গেলে পুলিশ বাধা দিতেই পারে। সবমিলিয়ে সুর সপ্তমে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola