Mamata Banerjee: কেন্দ্রীয় সরকারকে আমরা বলছি দিল্লির গদি ছাড়ো: মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ABP Ananda Live
'তৃণমূলের আমলে আদিবাসীদের জন্য বরাদ্দ বেড়েছে',' আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না আইন করা হয়েছে','জঙ্গলের অধিকার আইনে আদিবাসীদের ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে','সাতটি মডেল রেসিডেন্সিয়াল স্কুল চলছে','করম পুজোকেও এবার রাজ্যে সরকার ছুটি হিসাবে ঘোষণা করল ','কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আমাদের আন্দোলন',' ভারত ছাড়ো আন্দোলনের দিনে, শপথ নিয়ে বলছি বিজেপি তুমি দিল্লি ছাড়',' উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে দলিতদের ওপর অকথ্য অত্যাচার করা হচ্ছে',' হিংসা ছড়ানো হচ্ছে, দেশকে টুকরো টুকরো করে দিতে চাইছে','মানুষের খাদ্য, বস্ত্র কোনওকিছুর কথাই ভাবছে না',' নির্বাচন এলেই শুধু প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়',' দিল্লি, হরিয়ানা থেকে মানুষরা ফিরে আসছে','বাংলার মানুষের ওপর অত্যাচার হচ্ছে','জঙ্গলমহলে আমারা শান্তি ফিরিয়ে এনেছি',' রাজ্যপাল কালো চশমা পরে নিজের ইচ্ছে মতো কেরালা থেকে লোক এনে বসাচ্ছেন ',' আমরা বিশ্ববিদ্যালয় করছি, উনি দালালি করে কাজ আটকে দিচ্ছেন',' ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিসি, রেজিস্ট্রার কেউ নেই'
'ছাত্রদের সার্টিফিকেট দেওয়া যাচ্ছে না',' রাজ্যপালের আসন সাংবিধানিক আসন, তাঁর কাজের সাংবিধানিক সীমাবদ্ধতা আছে ',' উনি বলছেন মুখ্যমন্ত্রী যা করছেন, উনিও তাই করবেন',' তাহলে উনি নির্বাচনে দাঁড়ান, নিয়ে জিতে আসুন', '১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না, আবাস যোজনার টাকা দিচ্ছে না',' সেই টাকা কেটে নিয়ে ডিএ দেওয়া হচ্ছে','কেন্দ্রের সাহায্য ছাড়াও আমার ১০০ দিনের কাজ অন্যভাবে করব'' জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন, আমরা ব্যবস্থা করব',' কিন্তু দিল্লিতে ঘেরাও, ধর্না হবেই','আদিবাসীদের মধ্যেও বিজেপি বিভেদ সৃষ্টি করতে চাইছে',' বিজেপি খুনের রাজনীতি, রক্তের রাজনীতি করছে','এখন অভিন্ন দেওয়ানি বিধির কথা বলছে বিজেপি',' আমরা ইউনিফর্ম সিভিল কোড মানি না',' আমরা মণিপুরের মানুষকে সাহায্য় করতে রাজি আছি', বললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
''