CBI Raid: 'তল্লাশি বন্ধ করতে আমরাও ফোন করতে পারতাম...' , সুকান্তর দাবি ঘিরে তোলপাড়
এক ফোনে বকেয়া টাকার পরে এবার এক ফোনেই সিবিআই (CBI Raid) হানা বন্ধ? 'যাকে প্রয়োজন তাকে ডাকবে, প্রয়োজন না হলে কেন শুভেন্দুকে (Suvendu Adhikari) ডাকবে, তল্লাশি বন্ধ করতে আমরাও ফোন করতে পারতাম, কিন্তু আমরা এতে বিশ্বাসী নই', বিজেপি বিধায়কের বাড়িতে তল্লাশির মধ্যেই সুকান্তের (Sukanta Majumdar) দাবিতে তোলপাড়।