Mamata Banerjee: কোনও চেয়ার আমরা চাই না, আমরা শুধু চাই দেশ থেকে বিজেপি বিদায় নিক : মমতা
CM Mamata Banerjee: 'পঞ্চায়েতে বিপুল জয়ের জন্য আমি সব মানুষকে প্রণাম জানাই'। ' অনুমতি পেলে শান্তিপূর্ণভাবে বোর্ড গঠন করবেন সবাই'।7 ' আমরা মণিপুরের মানুষদের পাশে আছি '। 'মণিপুর জ্বলছে, কোথায় গেল বেটি বাঁচাও স্লোগান ?'। ' সারা দেশ আজ জ্বলছে'। ' মহিলাদের ইজ্জত নিয়ে খেলা করলে দেশের মহিলারাই নির্বাচনে আপনাদের দূরে সরিয়ে দেবে'। ' সাত হাজার কোটি টাকা বাংলা পায়, বাংলার গরীব মানুষ পায়'। ' সেই টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার'। 'গরীব মানুষের একশ দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র'। 'প্রাপ্য টাকা না দিলে ২ অক্টোবর আমরা দিল্লিতে ধর্না দেব'। ' সেদিন আমরা সবাই দিল্লি যাব'। 'যেখানে আটকাবে সেখান থেকে দিল্লির আওয়াজ উঠবে'। ' ৫ অগাস্ট শান্তিপূর্ণ ঘেরাও হবে'। 'ব্লকে ব্লকে বিজেপি নেতাদের ঘেরাও হবে'। ' বাড়ি থেকে ১০০ মিটার দূরে ঘেরাও হবে, যাতে কেউ অবরুদ্ধ বলতে না পারে'। ' এখন ভারতের সব লড়াই ইন্ডিয়ার ব্যানারে হবে'। 'কোনও চেয়ার আমরা চাই না, আমরা শুধু চাই দেশ থেকে বিজেপি বিদায় নিক'। ' বাংলার মতো এত সামাজিক সুরক্ষা প্রকল্প আর কোথাও নেই'। ' এরাজ্যে ১১ শতাংশ দারিদ্র্য কমেছে'। ' কর্মসংস্থান ৪০ শতাংশ বেড়েছে'। 'কাল-পরশু থেকে আবার ইডি-সিবিআই-এর আক্রমণ শুরু হয়ে যাবে'। 'কিন্তু এভাবে তৃণমূলকে শেষ করার ক্ষমতা নেই'। ' ২০০৩-এর পঞ্চায়েতে ৮৯জন খুন হয়েছিল'। ' পঞ্চায়েত নির্বাচনে অরাজনৈতিক হিংসার ঘটনা ঘটে'। 'পঞ্চায়েত নির্বাচনের দিন ১৫জন মারা গেছে'। '৭১ হাজার বুথের মধ্যে তিনটে জায়গায় গোলমাল হয়েছে'। ' ভাঙড়ে হাঙররা গন্ডগোল করেছে'। 'তৃণমূলের ১৮ জন খুন হয়েছে, সিপিএম ৩জন, বিজেপি-র ৩ জন খুন হয়েছে'। ' আমরা সবাইকে ২ লক্ষ টাকা পরিবারকে দিচ্ছি, একজনকে চাকরি দিচ্ছি'। 'বিজেপির এখন প্ল্যান তৈরি করে বাংলাকে অসম্মান করবে'। ' নকল ভিডিও তৈরি করে বাংলাকে অসম্মান করার চেষ্টা করবে'। ' প্রধানমন্ত্রী মণিপুরের ঘটনা বলতে গিয়ে বাংলা, রাজস্থানের উল্লেখ করছেন'। ' বিজেপ তো মানুষ মারার সওদাগর'। ' মণিপুরের ঘটনা আমরা ছেড়ে দেব না'। ' বিজেপি নেতা ভিডিও তে বলছেন কীভাবে ৩৫৫ ধারা জারির পরিস্থিতি তৈরি করতে হয় জানি'। 'দেশের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করে যাচ্ছে বিজেপি'। ' মানুষের সঙ্গে জাতি-ধর্ম-সম্প্রদায়ের বিভেদ তৈরি করতে চাইছে'। ' নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে সেদিকে আপনাদের খেয়াল নেই'। 'নির্বাচন এলেই শুধু প্রতিশ্রুতির পাহাড় তৈরি হতে থাকে'। ' দিনের পর দিন পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে'। ' ঘর ঘর মে একই ডাক, মোদি যাক মোদি যাক'। ' আমরা জিতলেই বিজেপি হিংসার ব্যাখ্যা দিতে শুরু করে'। ' ২০২৪ নতুন করে ইন্ডিয়া সৃষ্টি হবে, শান্তি, সম্প্রীতির জন্য'। 'আমরা ২৬দিনের কাজ নিজেদের জোরে ইতিমধ্যেই করেছি'। ' তাই এবার বাংলা সরকারের টাকায় হবে ১০০দিনের কাজ'। ' নতুন এই প্রকল্পের নাম হবে, 'খেলা হবে'। ' গরীব মানুষের জন্য এই প্রকল্পে ১০০ দিনের কাজ হবে'। ' মোদি সরকার থাকলে আগামী দিনে গণতন্ত্র থাকবে না'। ' ওরা দেশকে বিক্রি করে দিতে চাইছে, আমরা দেশকে বাঁচাতে চাই'। ' আমাদের টাকা দিয়ে আমরা আরও কয়েক লক্ষ বার্ধক্য ভাতা দেব'। ' ১১ লক্ষ আবাস যোজনার বাড়ি আমরা রাজ্যের টাকা দিয়ে করব'। ' কেন্দ্র এর জন্য সম্মতি দিয়েও ফিরিয়ে নিয়েছে'। 'তৃণমূল কংগ্রেস শক্তিশালী রাজনৈতিক দল'। 'ইন্ডিয়া লড়বে, তৃণমূল পাশে সৈনিকের মত ঝান্ডা ধরে দাঁড়াবে'। ' আমাদের একটাই চাহিদ, ইন্ডিয়া উইন'। ' ২০২৪-এ আমরা জয় বাংলার সঙ্গে জয় ইন্ডিয়া-ও স্লোগান দেব'। ' আমরা অত্যাচার, অনাচার করব না, অনাহারে কাউকে মরতে দেব না'। ' ১১০০ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল'। ' পঞ্চায়েতে নির্বাচনের আগে যা শপথ করেছেন তা পালন করবে'। ' তৃণমূলের পঞ্চায়েতে সিপিএম-এর মতো নয়, ভালোভাবে কাজ করবে'। ' আমরা চাইছি ইন্ডিয়া থেকে মুখ্যমন্ত্রীদের একটা টিম মণিপুরে যায় '। 'আজ সব থেকে বেশি কষ্টে আছে শ্রমিকরা'। ' সব কেন্দ্রীয় সরকারি সংস্থা বন্ধ করে দেওয়া হচ্ছে'।