Kamduni Verdict: আমরা সুপ্রিম কোর্ট যাব, আমরা শেষ দেখে যাব : টুম্পা কয়াল | ABP Ananda LIVE

Continues below advertisement

কামদুনিকাণ্ডের রায় ঘোষণা কলকাতা হাইকোর্টের। টুম্পা কয়াল বলেন, 'আমরা অনেক আশা নিয়ে হাইকোর্টে এসেছিলাম। আমরা চেয়েছিলাম যারা দোষী তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। রাজ্য়ের মানুষ দেখেছিল আমাদের আন্দোলন, আমরা নিরপেক্ষ ভাবে আন্দোলন করেছিলাম। আমরাও আরও ভরসা করেছিলাম আমাদের সরকারের উপরে। আমাদের সরকার গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল যে যারা দোষী তারা শাস্তি পাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা হাইকোর্টে নিরাশ হয়ে ফিরে যাচ্ছি।' কলকাতা হাইকোর্টের একটি পর্যবেক্ষণ ছিল যে, অভিযুক্তদের মধ্যে অনেকেই সাত-দশ বছর সংশোধনাগারে রয়েছেন। সেই কারণেই মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন এবং বাকিদের রেহাই দেওয়া হয়েছে। এই বিষয়ে প্রশ্ন করায় টুম্পা বলেন, 'আমার কিছু বলার নেই। আমাদের রাজ্যে যেখানে একের পর এক মায়ের কোল খালি হচ্ছে। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে হাইকোর্টে এই রায় পাব এই আশাটাই করিনি। আমরা আস্থা রেখেছিলাম বিচারপতির উপর। আজকে আমাদের কামদুনিতে হয়েছিল। আমরা সুপ্রিম কোর্ট যাব। আমরা শেষ দেখে যাব।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram