Weather Alert: শীতের শেষবেলায় আবহাওয়ার মেজাজ বদল, ফের দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস

Continues below advertisement

পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে শীতের শেষবেলায় আবহাওয়ার মেজাজ বদল। ফের দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস। পূর্ব বাংলাদেশেও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরে আজ ও কাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা বৃষ্টিতে ভিজতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পশ্চিম বর্ধমান জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা, উপকূলবর্তী এই তিনটি জেলায় আগামীকাল বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং ও কালিম্পঙে শিলাবৃষ্টি এবং উপরের পাঁচ জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত কয়েকদিন পারদ ঊর্ধ্বমুখী হবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সপ্তাহান্তে ফের নামবে পারদ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram