Weather News: উত্তর বাংলাদেশ এবং রাজস্থানে ঘূর্ণাবর্তের জের, ফের আসছে বৃষ্টি। ABP Ananda Live

Weather Update: উত্তর বাংলাদেশ এবং রাজস্থানে ঘূর্ণাবর্তের জের, ফের আসছে বৃষ্টি। আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের উপকূল সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা। সোম এবং মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই।

 

 

আর জি কর-কাণ্ডের আবহে এবার হুগলির হরিপালে স্কুলছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ। ওই ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ। প্রায় ১৫ কিলোমিটার দূরে, রাস্তা থেকে নাবালিকাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়। নির্যাতিতার পরিবারের তরফে হরিপাল থানায় অভিযোগ দায়ের। পকসো আইনে মামলা রুজু, অভিযুক্তরা এখনও অধরা। রাতে থানায় গিয়ে বিক্ষোভ দেখায় সিপিএম। আজ হরিপাল থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে SFI-DYFI ও সিপিএমের মহিলা সংগঠন। হরিপালের ঘটনা নিয়ে পুলিশ ও তৃণমূলকে নিশানা অমিত মালব্যর। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন তুললেন বিজেপির আইটি সেলের প্রধান। 'হুগলির হরিপালে কিশোরীকে ধর্ষণ করে রাস্তার ধারে ফেলে রেখে যাওয়া হয়'। 'নির্যাতিতা যে হাসপাতালে ভর্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেই হাসপাতাল ঘিরে রেখেছে'।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola