Weather Update: কেরলে ঢুকল বর্ষা, কিছুদিনের মধ্যেই বাংলায় আগমনের অপেক্ষা, কী বলছে আবহাওয়া দফতর?

Continues below advertisement

ABP Ananda LIVE: কেরলে ঢুকল বর্ষা। কিছুদিনের মধ্যেই বাংলায়(west bengal) আগমনের অপেক্ষা। এদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে শেষ দফার ভোটের দিন বৃষ্টির(Rain) সম্ভাবনা রয়েছে। ভোটের ফল ঘোষণার দিনও বৃষ্টি হবে বলে পূর্বাভাস। জুন মাসের প্রথম চারদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার, কোথাও ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার হলুদ সতর্কতা রয়েছে। অন্যদিকে, আজ থেকে শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি, এই ৫ জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবেই উত্তরবঙ্গে এই বৃষ্টি। এর মধ্যেই আশার খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। ১০ জুনের মধ্যে বাংলায় পা রাখতে চলেছে বর্ষা। কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আজ শুক্রবার। গরম থাকবে। মেঘও থাকবে। মেঘের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। মাঝে মাঝে রোদের দেখাও মিলবে। স্যাঁতসেঁতে আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা অনেকটাই কম। রাতের আকাশ আংশিক মেঘলা থাকবে। খুব গরম ও খুব আর্দ্র হবে। এ দিন পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram