Weather Report: কালই বঙ্গোপসাগরে পরিণত হতে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় দানা। ভারী বৃষ্টির পূর্বাভাস
ABP Ananda Live: বঙ্গের আকাশে ফের দুর্যোগ-শঙ্কা। বৃহস্পতিবার পুরী-সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা'। সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ থেকে ১৩৫ কিলোমিটার। বঙ্গোপসাগরে নিম্নচাপ আজই পরিণত হবে গভীর নিম্নচাপে। কালই গভীর নিম্নচাপ পরিণত হতে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। কাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। কাল থেকে ওড়িশার উপকূলবর্তী জেলার সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত। কালকের মধ্যেই পুরীর সৈকত পর্যটকশূন্য করার নির্দেশ ওড়িশা সরকারের। সাগর দ্বীপ থেকে এই মুহূর্তে ৭৭০ কিমি দূরে অবস্থান করছে নিম্নচাপ।
লাইভ স্ট্রিমিং-এর প্রশ্নে এর আগে বারবার ভেস্তে গিয়েছে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক। সোমবার আচমকা, জুনিয়র চিকিৎসকদের দাবি ছাড়াই বৈঠকের 'লাইভ স্ট্রিমিং' করল রাজ্য সরকার। গত ১২ সেপ্টেম্বর নবান্নে পৌঁছেও লাইভ স্ট্রিমিং-এর শর্তেই কার্যত ভেস্তে যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। স্বাস্থ্যভবনের বাইরে ধর্না অবস্থান থেকে বাসে চেপে নবান্নে পৌঁছেও ফিরে আসেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তার আগে দেখা গিয়েছিল এই লাইভ স্ট্রিমিং নিয়েই রাজ্য ও আন্দোলনকারীদের মধ্যে মতানৈক্য। বৈঠকের আগে বিস্তর ই-মেল চালাচালি হয়। ডাক্তার ও সরকারের মধ্যে কার্যত 'পত্র-যুদ্ধ' চলে। তারপর সরকার লাইভ স্ট্রিমিং-এ রাজি না থাকাতেই ভেস্তে গিয়েছিল বৈঠক।
এরপর ১৪ সেপ্টেম্বর ফের ভেস্তে যায় বৈঠক। সেদিন প্রস্তাবিত বৈঠক স্থল ছিল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি। আন্দোলনকারী চিকিৎসকরা মুখ্য়মন্ত্রীর বাড়ির দুয়ারে পৌঁছেও ফিরে আসেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। লাইভ স্ট্রিমিংয়ে সরকারের আপত্তি থাকায় তাঁরা ভিডিওগ্রাফার নিয়ে ঢুকতে চেয়েছিলেন। কিন্তু বাইরে দাঁড়িয়ে মুখ্য়মন্ত্রীর সঙ্গে তাঁদের কথাও হয়। কিন্তু, বৈঠক হয়নি। বরং তীব্র হয় সংঘাত।