Cyclone Dana: ঘূর্ণিঝড় ‘দানা’র ল্যান্ডফল হতে পারে ওড়িশার  ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে

Continues below advertisement

ABP Ananda Live: অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দানা’র ল্যান্ডফল হতে পারে ওড়িশার  ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে। ধামারা বন্দর এলাকা। সকাল থেকে সেখানে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে। মাঝেমধ্যেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। বইছে ঝোড়ো হাওয়া। আজ মধ্যরাত থেকে কাল সকালের মধ্যে এখানেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘দানা’।সতর্ক প্রশাসন। ঘূর্ণিঝড় মোকাবিলার সব রকম ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে।

আরও খবর, দানা আছড়ে পড়ার আগেই হুগলির বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। দুর্যোগের মোকাবিলা করতে পুরসভার তরফ থেকে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর।  দুর্যোগের ভয়ে দ্রুত মাঠে থাকা ফসল কাটতে শুরু করেছেন কৃষকরা। জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী, বিকেল ৫ টা থেকে উ্ত্তরপাড়া থেকে বলাগড় পর্যন্ত সমস্ত ফেরি পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram