Weather Update: সপ্তাহান্তে ফের দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা। ABP Ananda Live
Continues below advertisement
সপ্তাহান্তে ফের দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা। শনি ও রবিবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় বইতে পারে লু। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ফের ৪০ পেরোবে। শুকনো হাওয়ায় বাড়বে গরম। উত্তরবঙ্গেও পারদ ঊর্ধ্বমুখী হবে। তবে একইসঙ্গে রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হবে বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। কলকাতায় বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে। এদিকে, আশার খবর শুনিয়েছে ভারতীয় মৌসম ভবন। পূর্বাভাসে তারা জানিয়েছে, ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষা ঢুকবে নির্ধারিত সময়ের একদিন আগে ৩১ মে ঢুকবে মৌসুমী বায়ু। আগাম বর্ষা আন্দামানেও। বাংলায় কবে বর্ষার আগমন, আপাতত তারই অপেক্ষা।
Continues below advertisement