Weather Update: সপ্তাহান্তে পারদ পতনের সম্ভাবনা, কলকাতায় কতটা নামবে পারদ?

Continues below advertisement

ABP Ananda Live: সপ্তাহান্তে পারদ পতনের সম্ভাবনা। কলকাতায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নামতে পারে ১০ থেকে ১২ ডিগ্রিতে সেলসিয়াসে। উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার জেরে ২ থেকে ৪ ডিগ্রি পারদ-পতনের সম্ভাবনা। তবে এখনই জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। শীতের পথে আগামী সপ্তাহে কাঁটা হয়ে দাঁড়াবে পশ্চিমী ঝঞ্ঝা। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তর পশ্চিমের শীতল হাওয়ায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নামবে তাপমাত্রা। শনিবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়। আগামী সপ্তাহের শুরুতেই পশ্চিমী ঝঞ্ঝায় শীতে বাধা পড়বে। দুই-তিন দিন ফের বাড়তে পারে তাপমাত্রা।

হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে ! হালকা বৃষ্টি হতে পারে কালিম্পঙের পার্বত্য এলাকাতেও। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলতে পারে। মঙ্গলবারে দার্জিলিং ও কালিম্পঙের সঙ্গে উত্তর দিনাজপুর ও মালদা জেলাকেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার ৭ ডিসেম্বর। দক্ষিণ অসমে রয়েছে ঘূর্ণাবর্ত। এছাড়াও উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ড।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram