Weather Forecast : পাহাড়ে অবিরাম বৃষ্টি, ফের কালিম্পঙের ১০ নং জাতীয় সড়কে ধস | ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live : পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে ফের কালিম্পঙে ১০ নং জাতীয় সড়কে ধস নামল। ২৯ মাইল থেকে গেইলখোলা পর্যন্ত ১০ নং জাতীয় সড়কে ধস নামে। কালিম্পং-শিলিগুড়ি সংযোগকারী ১০ নং জাতীয় সড়কে বন্ধ যান চলাচল। সিকিম ও ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি, জলপাইগুড়ির দোমোহনিতে হলুদ সতর্কতা। ফুঁসছে তিস্তা, জলপাইগুড়িতে বিভিন্ন এলাকা জলমগ্ন।  

বোলপুর থেকে ইংরেজবাজার, চলছে হকার উচ্ছেদ, পাল্টা বিক্ষোভ ব্যবসায়ীদের। মাঝেরহাটে বন্দরের জমি থেকে উচ্ছেদ হওয়া বাসিন্দারা পুনর্বাসনের দাবিতে ভিড় করলেন চেতলায় মেয়রের বাড়িতে। বেশ কিছুক্ষণ ধরে তাঁরা মেয়রের বাড়ির সামনে দাঁড়িয়ে নিজেদের ক্ষোভের কথা বলেন। পুনর্বাসনের দাবিতে সরব হন। মেয়র বাড়িতে ঢোকার সময় ২ জন প্রতিনিধিকে ডেকে কথা বলে সমস্যার সমাধানে আশ্বাস দেন। এরপর ভিড় সরে যায়। বোলপুরের পর রামপুরহাট, ফুটপাত দখল-মুক্ত করাকে কেন্দ্র করে ফের উত্তেজনা। তৃণমূল (TMC News) পুরসভার তরফে অভিযান শুরুর আগেই বিক্ষোভ। পে লোডার ঘিরে প্রতিবাদ। ফিরতে হল পুর কর্মীদের। বোলপুরের(bolpur) পর রামপুরহাট(rapurhat), ফুটপাত দখল-মুক্ত করাকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল। আজ সকালে তৃণমূল(tmc) পরিচালিত রামপুরহাট পুরসভার তরফে ফুটপাত দখল মুক্ত করার কাজ শুরু করার আগেই বিক্ষোভ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram