Coal Mine Land Slide:ফের কয়লা খনিতে ধস, সুপারভাইজার-সহ দুই খনি শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।ABP Ananda
Continues below advertisement
ফের কয়লা খনিতে ধস, ধসের কবলে সুপারভাইজার-সহ দুই খনি শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে ভর্তি করা হল খনি হাসপাতালে। আহতদের হাসপাতালে নিয়ে যেতে গাফিলতির অভিযোগ। বিক্ষোভ খনি শ্রমিকদের, ব্যাপক উত্তেজনা অন্ডালের কেন্দা জামবাদ কোলিয়ারিতে। ঘটনাস্থলে পৌঁছেছেন ইসিএল আধিকারিকরা।
Continues below advertisement