Awas Yojna: আবাসে ইচ্ছাকৃত জালিয়াতি, মন্তব্য বিচারপতির I কোন মামলায় উঠল এই প্রসঙ্গ

Continues below advertisement

ABP Ananda Live: প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ। ক্যানিং ১ নম্বর ব্লকের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের ঘটনা মামলাকারী ৫ জনের টাকাই ভুল অ্যাকাউন্টে গিয়েছে, রিপোর্ট দিয়ে জানাল রাজ্য। 

 

আরও খবর, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের মুখ অভিষেকই' ,'কিন্তু মমতার পর কে মুখ্যমন্ত্রী হবেন, সেটা ঠিক করবে দল ও দলনেত্রী', অভিষেককে ভবিষ্যতে মুখ্যমন্ত্রী পদে দেখতে চেয়ে কুণাল ঘোষের পোস্ট নিয়ে মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের । 'রাজনীতিতে বয়স ফ্যাক্টর নয়' । ডোনাল্ড ট্রাম্পের জয়ের প্রসঙ্গ টেনে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কল্যাণের । সময়ের নিয়মে মমতার পর মুখ্যমন্ত্রী হবে অভিষেকই, সোশাল মিডিয়ায় পোস্ট করেন কুণাল। হাসপাতাল চত্বরে খাটাল। রমরমিয়ে চলছে ব্যবসা। ডোমজুড় গ্রামীণ হাসপাতালের মধ্যে পরিত্যক্ত ঘরে খাটাল ব্যবসাকে কেন্দ্র করে শোরগোল। ঘরের মধ্যে রয়েছে গরু এবং গরুর খাবার। সেই ছবি ধরা পড়েছে ক্যামেরায়। এই প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram