WB News: বসিরহাট উত্তরের তৃণমূল বিধায়কের সন্ধান চেয়ে পোস্টার
ABP Ananda Live: বসিরহাট উত্তরের তৃণমূল বিধায়ক রফিকুল ইসলামের সন্ধান চেয়ে পোস্টার। বিধায়কের অফিসের সামনেও পোস্টার লাগানো হয়েছে। পোস্টারের নীচে লেখা রয়েছে তৃণমূল সম্মান রক্ষা কমিটি। এই নিয়ে রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুরোটাই বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেছেন হাসনাবাদে তৃণমূলের ব্লক সভাপতি। রফিকুল ইসলাম আগে সিপিএমে ছিলেন, তাই তারাই এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই পোস্টার, পাল্টা কটাক্ষ সিপিএমের।
আরও খবর, আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে পারদ পতনের পূর্বাভাস। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পারদ। বাতাসে জলীয় বাষ্প কম থাকায়, কমবে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিও। কাল থেকে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে। মৌসম ভবনের পূর্বাভাস, এবার অক্টোবরে যা গড় তাপমাত্রা ছিল তা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি।