West Bengal Aparajita Bill 2024: এটি একটি ঐতিহাসিক বিল, বিরোধীদের থেকে জ্ঞান নেব না : মুখ্যমন্ত্রী
RG Kar Case: আরজিকর কাণ্ডে প্রতিবাদের ঢেউ বাংলা ছাড়িয়ে সারা দেশে। এহেন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হল অপরাজিতা নারী ও শিশু পশ্চিমবঙ্গ অপরাধ সংশোধনী বিল ২০২৪ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, 'আমি বিরোধী দলনেতার সব প্রশ্নের উত্তর দেব। তবে আমি বিরোধীদের থেকে জ্ঞান নেব না, এটি একটি ঐতিহাসিক বিল। মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে ৩ সেপ্টেম্বর একটি ঐতিহাসিক দিন। নারী সুরক্ষার স্বার্থে যে লড়াই চলছে তাদের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। নির্যাতিতা মেয়েটির জন্য আমি শোকজ্ঞাপন করছি, পরিবারকে সমবেদনা জানাচ্ছি। সারা দেশের প্রতিটি নির্যাতিতা নারীর জন্য আমি শোক জ্ঞাপন করছি, যেটা বিরোধীরা উল্লেখ করেননি। এই ধরনের ঘটনায় আমার মনে হয় পরিবারের কাউকে হারিয়েছি। আমি পরিবারের কাছে রবিবার পর্যন্ত সময় চেয়েছিলাম। পরিবারের সদস্যরা বলেছিলেন তাঁরা রাজি। আমরা পুলিশকে বলেছিলাম ফার্স্ট ট্র্যাক কোর্টে আবেদন জানাতে।' ABP Ananda LIVE