WB By Election 2024:'নির্বাচনের নামে প্রহসন..', কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ সুকান্তর

Continues below advertisement

West Bengal Assembly By Election 2024 Sukanta On EC: নির্বাচনের নামে প্রহসন। এটা চলতে পারে না। কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। 'বিজেপিতে আসতে চান একথা কুণাল ঘোষের কথাতেই স্পষ্ট', বিতর্ক উস্কে ফের দাবি কল্যাণ চৌবের। আজ মানিকতলা উপনির্বাচনে BJP প্রার্থী কল্যাণ চৌবেকে ঘেরা করা হয় বলে অভিযোগ। গো ব্যাক স্লোগান ওঠে তৃণমূল কর্মীদের তরফে।  কল্যাণ চৌবের দাবি '২০১৮-য় বিজেপির মুখপাত্র হতে চেয়েছিলেন কুণাল ঘোষ। মুখপাত্র হয়ে মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেতৃত্বকে আক্রমণ করতে চেয়েছিলেন কুণাল। বিজেপির রাজ্য নেতৃত্ব দলে নিতে চায়নি কুণাল ঘোষকে'ফের দাবি মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের। কুণালকে কোনও পদের প্রলোভন দেখানো হয়নি বলেও দাবি কল্যাণের। 'মোদি সরকারের টেলিফোন অ্যাডভাইসরি কমিটির চেয়ারম্যান পদ প্রত্যাখ্যান করেছি', ভোটে হারবেন জেনে প্রলাপ বকছেন কল্যাণ, পাল্টা দাবি কুণাল ঘোষের। কল্যাণ তৃণমূলে ঢুকতে চেয়েছিলেন বলে পাল্টা দাবি কুণালের।ABP Ananda LIVE 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram