Suvendu Adhikari: গয়েরকাটায় মিছিল, শুভেন্দুর মিছিল লক্ষ্য করে জয় বাংলা স্লোগান। ABP Ananda Live
Continues below advertisement
West Bengal Assembly By Election 2024: মাদারিহাট উপনির্বাচনের প্রচারে শুভেন্দু, গয়েরকাটায় মিছিল। আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ টি কেন্দ্রে উপনির্বাচন। সেই উপনির্বাচনের প্রচারেই দেখা গেল বিরোধী দলনেতাকে। এদিন আর জি করের প্রতিবাদে স্লোগান শোনা যায় শুভেন্দুর মুখে। শুভেন্দুর মিছিল লক্ষ্য করে জয় বাংলা স্লোগান।
আরও খবর, 'ও যে পায়ের কাটা ছবিটা দেখাচ্ছে ওটা কোনও পুরোনো আঘাতের ছবি। যদি প্রমান করতে পারে আমি বিধায়কের গাড়িতে হাত দিয়েছি তাহলে দল যা সাজা দেবে তা মাথা পেতে নেব। এই ভিত্তিহীন অভিযোগ মৃতুঞ্জয় মন্ডল ঊষারানী মন্ডল ২০২১ সালের পর থেকে অনবরত দেওয়া শুরু করেছে। সবাই জানে যে মৃত্যুঞ্জয় মন্ডল অকারণে তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর অত্যাচার করে।', হাড়োয়া কাণ্ডে মন্তব্য হাড়োয়ার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল খালেক মোল্লার।
Continues below advertisement