Kunal Ghosh: 'এলাকায় কোথাও চলবে না কোনও কর্মীর অন্যায় আবদার',উপনির্বাচনের আগে হুঁশিয়ারি কুণালের

Continues below advertisement

ABP Ananda LIVE: 'এলাকায় কোথাও চলবে না কোনও কর্মীর অন্যায় আবদার'। মানিকতলা(maniktala) উপনির্বাচনের (by election)আগে কর্মিসভায় কুণালের (kunal ghosh)হুঁশিয়ারি । সময় থাকতে সতর্ক হোন, না হলে আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি কুণালের।

পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও এক। আসানসোল-দুর্গাপুর কমিশনারেট সূত্রে খবর, মেঘালয়ের রিভয় জেলার খানাপাড়া থানা এলাকা থেকে চৌধুরী নামে এক দুষকৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি বিহারের শিবানে। আজ তাকে রিভয় জেলা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে আসানসোলে নিয়ে আসবে পুলিশ। এ নিয়ে এই ডাকাতির ঘটনায় গ্রেফতারের সংখ্য়া বেড়ে হল ৫। ৯ জুন ভরদুপুরে রানিগঞ্জ বাজারে সেনকো গোল্ডের শোরুমে হানা দিয়ে লুঠপাট করে পালায় দুষকৃতীরা। পুলিশের সঙ্গে তাদের গুলির লড়াই হয়। ডাকাতির দু ঘণ্টার মধ্যে আসানসোলের মহিশিলায় গানপয়েন্টে রেখে গাড়ি ছিনতাই করে দুষ্কৃতীরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram