WB By Election 2024: সাধন পান্ডের কাছে হেরেছিলেন, কল্যাণ চৌবের উপর মানুষের আস্থা নেই : কুণাল ঘোষ

Continues below advertisement

Maniktala Assembly By Election 2024 Kunal Ghosh On  Kalyan Chubey: কুণাল ঘোষ বলেছেন, ' বিজেপি সাংগাঠনিকভাবে দুর্বল। ওদের সংগঠন নেই। বুথ ভিত্তিক কমিটি নেই। এজেন্ট নেই। এখন সেগুলিকে আড়াল করতে অন্যদের দোষ দিলে হবে ? ২০২১ সালে এই বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে হেরে গিয়েছিলেন সাধন পান্ডের কাছে। হেরে একটা মামলা করেছিলেন। এরপর সাধন পান্ডে মারা যান। কিন্তু কল্যাণ চৌবে মামলাটা ধারাবাহিকভাবে টেনে গিয়েছেন। এখন ২০২৪। এতদিন বিধায়কহীন মানিকতলা। কল্যাণ চৌবের উপর মানুষের আস্থা নেই।' 

মানিকতলা উপনির্বাচনে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে 'তাণ্ডব' এর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। চোর-চোর- গো-ব্যাক স্লোগানের অভিযোগ উঠেছে শাসকদলের সমর্থকদের বিরুদ্ধে। যদিও পুরো অভিযোগই উড়িয়ে দিয়েছেন সাধন পত্নী। তিনি বলেন, কল্যাণ চৌবের গাড়িটা আমার গাড়ির একটু আগেই ছিল। গো ব্যাক বলল এক জায়গায় দেখলাম। কিন্তু ওনাকে তাড়া করার করার কোনও ঘটনাই দেখিনি, আমি  বিক্ষোভ পছন্দ করি না। থামিয়ে থামিয়ে রাখি। কিন্তু কর্মীরা তো প্রকাশ করে। কারণ আড়াইটা বছর, তাঁদের এত প্রিয় দাদার নামে বদনাম দিয়েছেন, ভোট করতে দেননি। মানুষ তো পরিষেবা থেকে বঞ্চিত আছে। রাগ তো আছে।' দাবি  সাধন পত্নী সুপ্তী পান্ডের। ABP Ananda LIVE 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram