WB Assembly:রাজ্যের সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি নষ্ট হলে অভিযুক্তের সম্পত্তিই নিলাম। ABP Ananda Live

Continues below advertisement

যোগী রাজ্যের পর এবার পশ্চিমবঙ্গ (West Bengal)। রাজ্যের সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি নষ্ট হলে অভিযুক্তের সম্পত্তিই নিলাম। বিধানসভায় আইনে সংশোধন আনল সরকার। অভিযুক্তের সম্পত্তি নিলাম করে দিতে হবে ক্ষতিপূরণ। দ‍্য ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার বিলের সংশোধনী পাস। ২ মাসের মধ্যে আবেদনের ভিত্তিতে ৬ মাসে নিলামের প্রক্রিয়া শুরু করতে হবে। 'বিরোধীদের আন্দোলনকে কণ্ঠরোধ করতে এই সংশোধনী', বিরোধীদের ফাঁসানোর চেষ্টা হতে পারে, অভিযোগ বিজেপির। 'আন্দোলন মানে কি ভাঙচুর করা?', জনস্বার্থে এই সংশোধনী, পাল্টা দাবি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর (Chandrima Bhattacharya)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram