West Bengal Bandh Today: পরীক্ষা দিতে যাওয়ার পথে বাধা, কান্নায় ভেঙে পড়লেন ছাত্রী

বর্ধমানের আইটিআই প্র্যাক্টিক্যাল (ITI Practical Exam) পরীক্ষা দিতে যাওয়ার পথে বামেদের ধর্মঘটের জেরে পাণ্ডুয়া (Pandua) স্টেশনে আটকে পড়েন কলেজ ছাত্রী। পাণ্ডুয়ায় রেল অবরোধ তুলে নিতে অনুরোধ জানান তিনি। কাঁদতে কাঁদতে তিনি জানান, "বললাম অবরোধ তুলে নেওয়ার জন্য। কিন্তু ওঁরা বললেন গাড়ি ভাড়া করে চলে যেতে"। অন্যদিকে পাণ্ডুয়াতে ট্যাক্সিচালককে মারধর করেন ধর্মঘটীরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola