Bird Flu: মানব শরীরে মিলল বার্ড ফ্লু, 'আতঙ্কের কোনও কারণ নেই', দাবি স্বাস্থ্য দফতরের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ৫ বছর পর দেশে ফিরেছে বার্ড ফ্লু (Bird Flu) আতঙ্ক। বার্ড ফ্লুতে আক্রান্ত এই রাজ্যেরই ৪ বছরের শিশু। দিনকয়েক আগে মালদার কালিয়াচকের শিশুর শরীরে বার্ড ফ্লু-র ভাইরাসের হদিশ মেলে। কেমন আছে ওই শিশু? স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, 'শিশুর শারীরিক অবস্থা ঠিক আছে। কাল ফের নজরদারিতে যাচ্ছে বিশেষ দল। শিশুটির সংস্পর্শে আসা ব্যক্তিরা কেউ আক্রান্ত হননি।'
ফিরেছে বার্ড ফ্লু আতঙ্ক: স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, "বার্ড ফ্লু নিয়ে বিভ্রান্তির কোনও জায়গা নেই। বাচ্চাটির ক্ষেত্রেও দুটো স্যাম্পেলে চার ধরনের ভাইরাস বেরিয়েছে। লো প্য়াথজেনিক মানে খুব একটা কিছু হবে না। এমনও হয় যে, ভাইরাস ভেতরে আছে কিন্তু কোনও ক্লিনিক্যাল উপসর্গ নেই। এর সোর্স আমাদের রাজ্যে নেই। আমাদের রাজ্যে বার্ড ফ্লু-র কোনও নমুনা পাওয়া যায়নি। ডিম বা মুরগি, হাঁসের মাংস খাওয়ার ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন আছে বলে মনে করছি না।''