West Bengal By Election: রাত পোহালেই ৪ কেন্দ্রে উপনির্বাচন, কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বৃদ্ধি।

Continues below advertisement

ABP Ananda Live: রাত পোহালেই ৪ কেন্দ্রে উপনির্বাচন। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলায় কাল ভোটগ্রহণ। ভোটের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বৃদ্ধি। ৫৫ কোম্পানির বদলে ৪ কেন্দ্রে মোতায়েন থাকবে ৭০ কোম্পানি  সবথেকে বেশি ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বাগদায়। রায়গঞ্জে ১৬ কোম্পানি, রানাঘাট দক্ষিণে ১৯ কোম্পানি, মানিকতলায় ১৫ কোম্পানি মোতায়েন। ৪ কেন্দ্রের ১০৯৭টি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী সবথেকে বেশি স্পর্শকাতর বুথ রানাঘাট দক্ষিণে (৬২)। উপনির্বাচনের (Maniktala By ELection 2024) আগে তৃণমূলের কুণালকে ফোন বিজেপির কল্যাণ চৌবের? মানিকতলা উপনির্বাচনের আগে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতা কুণাল ঘোষের। ফোন করে তৃণমূলের কুণালকে 'অফার' বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের! 'বেশি বাড়াবাড়ি করলে আরও অডিও আছে, প্রকাশ্যে আনব', হুঁশিয়ারি কুণালের (Kunal Ghosh)। এদিন কুণাল বলেন,'৭ জুলাই, রবিবার রাত সাড়ে ১১টায় ফোন করেন বিজেপি প্রার্থী। উপনির্বাচনের আগে তৃণমূলের কুণালকে ফোন বিজেপির কল্যাণ চৌবের?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram